রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো): আনোয়ারা উপজেলার ৭নং আনোয়ারা সদর এর ১নং ওয়ার্ডে কালাবিবীর মোড় এলাকায় একটি অজ্ঞাত এক হিন্দু পাগল বা মানসিক রোগীর লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
কালাবিবি স্থানে স্থানীয় ধারোয়ান মোঃ ইলিয়াছ, মোঃ সোহেল, আব্দুর রহিম জানান, অজ্ঞাত ব্যক্তিটি প্রায় ৬ মাস ধরে এই এলাকায় ঘুরাফেরা করতেন। সে একজন মানসিক রোগী বা পাগল। সে হিন্দী বা উর্দু ভাষায় কথা বলতেন। ধারণা করা যায় সে ভারতীয়। আজ শনিবার রাত আনুমানিক ১২টার নাগাদে তিনি মারা যান। সে মারা গেলে আমরা আমরা আনোয়ারা থানার এ এস আই রেজাউল করিমকে ফোনালাপে জানালে, তৎক্ষনাৎ আনোয়ারা থানার পুলিশের এস আই আকরাম এবং তার সহযোগী কনস্টেবল জিল্লুর ও নাজিম তাদের দ্বায়িত্ব পালন করেন।
এই ব্যাপারে এস আই আকরাম বলেন, আমি ঘটনাস্থলে আসার পর ব্যক্তিটি মৃত্যু দেখলে, তার নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগ করি এবং সৎকারের জন্য উক্ত এলাকার ইউনিয়ন সদস্য মিন্টু শীল (মন্টু) এর সাথে ফোনালাপ করি। সকালে তার সৎকারের ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে।
অবশিষ্ট তথ্য আসছে…!