13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আনুশকাকে যে বার্তা দিলেন রোহিত শর্মা!

admin
December 14, 2017 4:11 pm
Link Copied!

বিনোদন ডেস্কঃ বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়েতে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি বিশ্ব ক্রিকেট অঙ্গনের তারকাও। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিলেন বৃহস্পতিবার ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা।

সাধারণ বিয়ের পর স্বামীর পদবী নেন নারীরা। সেক্ষেত্রে আনুশকাও বিরাটের পদবী নিতে পারেন। কিন্তু এখানেই আপত্তি রোহিত শর্মার। তিনি শর্মা নামটি বাদ দেওয়ার পক্ষে নন। কারণ রোহিত ও আনুশকা-দু’জনেরই পদবী যে শর্মা।

তাই তো শুভেচ্ছা জানাতে গিয়ে রোহিত শর্মা লেখেন, ‘‘কনগ্রাচুলেশন বিরাট, তোমার সঙ্গে হাজব্যান্ডদের হ্যান্ডবুক শেয়ার করব। আনুশকা শর্মা, তোমার পদবী পরিবর্তন কোরো না। ’’

http://www.anandalokfoundation.com/