13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে জুয়ারুর জরিমানা

admin
February 2, 2016 9:13 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে এক জুয়ারুকে জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত।

পুলিশ সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি বারঘাটি তদন্ত ফাঁড়ীর ইনর্চাজ আব্দুল মজিদ প্রামানিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামোর ইউনিয়নের জনৈক ব্যাক্তির বাড়ি থেকে পঞ্চগড় থানার জোতদার পাড়া গ্রামের মৃত মুক্তুব হোসেনের ছেলে জামিরুল ইসলাম (৩৮) কে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড আবু রাফা মোহাম্মদ আরিফ ১৮৬৭ সালের বঙ্গীয় আইনের ৪ ধারা এবং দণ্ডবিধি ২৯৪ ধারা মতে উক্ত জুয়ারুকে ২ হাজার টাকা জরিমানা করেন।

http://www.anandalokfoundation.com/