14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস

ডেস্ক
May 12, 2025 6:22 am
Link Copied!

আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নিবন্ধিত নার্স থাকার কথা। কিন্তু বাংলাদেশে সেই সংখ্যাটি অনেক কম। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় নার্স রয়েছেন অর্ধেকেরও কম।

আধুনিক স্বাস্থ্য সেবা, নার্সিংয়ের প্রবর্তনকারী ইউরোপের অন্ধকারে আলোকবর্তিকা; ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনময় সেবাধর্মকে শ্রদ্ধা জানাতে তার জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

নাইটিংগেল তার বাবা,এক ধনী ভূস্বামীসহ পুরো পরিবারকে নিয়ে ইউরোপ ভ্রমণে বের হন। তখন তার চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন চলে আসে। তিনি শুরু করেন আধুনিক নার্স সেবা। তবে তার শুরুটা এতো মধুর ছিল না।

প্রথম দিকে নিম্ন শ্রেণির বলে পরিচিত এই সেবাকে তিনি টেনে তুলেন সর্বোচ্চ সন্মানের জাগায়। বর্তমান বিশ্বে স্বাস্থ্য সেবার অন্যতম গুরুত্বপূর্ণ ও সন্মানের এই সেবা করোনা ভাইরাস মোকাবেলা সম্মুখ যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ একথা দেশে বিদেশে আমাদের সবাই অকপটে স্বীকার করেন।

বিশ্বে ১৯৬৫ সাল থেকে পালিত হয়ে আসলেও বাংলাদেশেও ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে। এবার করোনা পরিস্থিতিতে অনেক দিবসের মতো এই দিবসটিও আনুষ্ঠানিকভাবে উদযাপনের উপায় নেই। নার্সরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে যার যার অবস্থান থেকে করোনায় আক্রান্তদের সেবা করে যাচ্ছেন।

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে। তিনি ছিলেন অপূর্ব রূপসী, অন্যদিকে খুবই দয়ালু ও স্নেহপূর্ণ মনের এক মহীয়সী নারী।

http://www.anandalokfoundation.com/