স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০বছর পূর্তি উৎসব উদযাপনে সোমবার সকালে জামালপুর যাচ্ছেন। ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
রাষ্ট্রপতির সফর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি জানান, অনুষ্ঠানে বক্তব্যের পর রাষ্ট্রপতি জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে যাবেন। সেখানে তাঁর মেয়ের শ্বশুর বাড়িতে দুপুরের খাবার খাবেন। এরপর ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা হবেন। ময়মনসিংহের সার্কিট হাউজে রাত্রি যাপন করে পরদিন কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকায় ফিরবেন।