স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী মহিলাদলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আজ রাতে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত আটটায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, দেশের এবং দলের বিভিন্ন বিষয়ে মহিলাদলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে বেগম জিয়া বৈঠক করবেন। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখতে পারেন।
উল্লেখ্য, গতকাল ঢাকায় জেলা নেত্রীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন করেছে মহিলাদল।