ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ বৃহস্পতিবারের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার টিপস

ডেস্ক
June 8, 2023 8:50 am
Link Copied!

আজ বৃহস্পতিবারের রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার টিপস ঃ চন্দ্র মকর রাশিতে বিচরণ করবে। আবার চন্দ্র ও একে অপরের থেকে কেন্দ্র স্থানে থাকবে, যার ফলে গজকেশরী যোগ তৈরি হবে আজ। এমন পরিস্থিতিতে আজকের দিনটি মকর রাশির জাতকদের জন্য সাধারণ থাকবে। অন্য দিকে মকর রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত শুভ।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি সুখপূর্ণ থাকবে। চাকরিজীবীরা স্বস্তিতে থাকবেন। তবে কোনও অপ্রত্যাশিত কাজ করতে পারবেন না। ব্যবসায়ীরা কম সময় অধিক লাভ অর্জনের ফলে আনন্দিত থাকবেন। ধন লাভের পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি হবে। মহিলারা আজ নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন। আত্মতুষ্ট হবেন এই রাশির জাতিকারা। বাড়িতে অতিথি ও বন্ধুর আগমনের ফলে জমজমাট পরিবেশ থাকবে। গাড়ি কিনতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের আজ সতর্ক থাকতে হবে। লোকসান হতে পারে। যে কাজে ভয় পাবেন না, তা করতে গিয়েই লোকসানের শিকার হবেন এই রাশির জাতক। টাকা-পয়সার লেনদেন বা আর্থিক লগ্নি নিয়ন্ত্রণ করুন, তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে। কোনও অপ্রিয় ঘটনার কারণে মন অশান্ত হবে। শত্রুদের থেকে সতর্ক থাকুন। তাঁরা গোপনে আপনার লোকসান করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। মা-বাবার আশীর্বাদ নিন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকদের স্বভাবে আলস্য থাকবে। তবে যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ করতে পারবেন। বাড়ির কাজের পাশাপাশি ব্যবসায়িক কাজ করার ক্ষেত্রে দোটানায় থাকবেন। তবে বড়দের সহযোগিতায় এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। ধৈর্য ধরুন। কারণ তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি জয়ী হবেন। যাঁরা আপনার সমালোচনা করেন, তাঁরা আপনার ক্ষতি করতে পারেন। সতর্ক থাকুন। স্বাস্থ্যে ওঠা-পড়া দেখা দেবে। বিনোদনের সুযোগ পাবেন।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকদের একাধিক কাজ সফল হবে। এর লাভ তুলুন। তবে আলস্য দিন কাটবে এই রাশির জাতকদের। সতর্ক থাকুন, তা না-হলে লাভের সুযোগ হাতছাড়া হবে। চাকরিজীবীরা বহু প্রতিক্ষীত পরিকল্পনায় কাজ শুরু করবেন। সঠিক পথে এগোলে ভবিষ্যৎ নিরাপদ থাকবে। সরকারি কাজ আজ সহজে পুরো করতে পারবেন। আজ আপনার পরিবারে সুখ-শান্তি থাকবে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীর পুজো করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকদের মনে পরোপকারের আবেগ থাকবে। গুরুত্বপূর্ণ কাজকে প্রাথমিক গুরুত্ব দিয়ে পূর্ণ করবেন। সন্ধ্যা থেকে সমস্ত কাজে বাধা সৃষ্টি হবে, ফলে কাজ পুরো করা কঠিন হয়ে পড়বে। আর্থিক দিক দিয়ে দিন ভালো। প্রয়োজনীয়তা অনুযায়ী ধন লাভ করতে পারবেন। মহিলারা আর্থিক কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যাবেলা অসুস্থ হয়ে পড়তে পারেন।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি প্রতিকূল থাকবে। সকাল থেকে স্বাস্থ্য দুর্বল থাকবে, তবে দুপুর নাগাদ অসুস্থতা বাড়তে পারে। কর্মক্ষেত্র থেকে কম প্রত্যাশা থাকবে। পরিশ্রম সার্থক হবে। কম পরিশ্রম করলে লাভ কম পাবেন। আকস্মিক ব্যয় আপনাকে চিন্তিত করে তুলবে। অপব্যয় নিয়ন্ত্রণ করুন। মনের কথা পূর্ণ না-হওয়ায় আধিকারিকদের ওপর রেগে থাকবেন কর্মচারীরা।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মাছকে আটার গুলি খাওয়ান।

তুলা রাশিফল (Libra Today Horoscope)​: তুলা রাশির জাতকরা আজ শুভ ফল লাভ করবেন। বেশ কিছুদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হওয়ায় স্বস্তি পাবেন। অন্য দিনের তুলনায় অধিক দৌড়ঝাপ করতে হবে। ছোট বা বড় যেমন কাজই হোন না-কেনও কোনও না-কোনও ফল পাবেনই। বাইরের তুলনায় বাড়িতে শান্তি অনুভব করবেন। সন্ধ্যাবেলা মনের মধ্যে বিপরীত চিন্তাভাবনা জন্মাতে পারে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ  ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গায়ত্রী চালিসা জপ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকদের সুখ-সুবিধা বৃদ্ধি হবে। বাড়ির জন্য নতুন জিনিস কিনবেন। বিলাসিতায় জীবনযাপন করতে চাইবেন। এর জন্য ব্যয় করা থেকেও পিছু সরবেন না। মহিলারা পারিবারিক প্রয়োজনীয়তায় ব্যয় করবেন। দিনের মধ্যভাগ পর্যন্ত ব্যবসায়িক পরিস্থিতি ধীরগতির থাকবে, তার পর হঠাই গতি বাড়বে ও আর্থিক পরিস্থিতি ভালো হবে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ লাভজনক হবে না। তবে দৃঢ় থাকুন, এর ফলে ভবিষ্যতে সাফল্যের পথ প্রশস্ত হবে। দিনের সূচনা ধীরগতিতে হলেও ধীরে ধীরে সমস্ত কাজ সময়ের মধ্যে পূর্ণ করতে পারবেন। কাজ ও ব্যবসায় গম্ভীর থাকবেন। এর জন্য ছোটখাটো যাত্রা করতে হবে। পরিবারে প্রেম ও সহযোগিতা বাড়বে। সন্ধ্যার পর স্বাস্থ্য দুর্বল হবে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ  ভাগ্য আজ ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুর আরাধনা করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। অতীতের কাজের কারণে অনুতাপ হবে। অন্যের ওপর নির্ভরশীল থাকায় পরিশ্রমের কম ফল পাবেন। হাতে টাকা কম আসবে। চাকরিজীবীরা অলস ব্যবহারের কারণে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবেন। পরিজনদের সহযোগিতায় উৎসাহিত হবেন। তবে তা-ও কাজ পূর্ণ হবে না। খাওয়া-দাওয়ার যত্ন নিন, পেট খারাপ হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ ভাগ্য আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু সহস্ত্র পাঠ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius  Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা দিনের দ্বিতীয়ার্ধে প্রত্যাশিত সাফল্য পাবেন। দিনের শুরুতে ব্যবসায়িক ও পারিবারিক জটিলতার কারণে দোটানায় পড়বেন। তবে পরিস্থিতি স্পষ্ট হওয়ায় পরিকল্পিত প্রকল্প সঠিক পথে অগ্রসর হবে। স্ত্রী ও পুরুষরা নিজের ব্যক্তিত্বের জোরে সমাজে সম্মান লাভ করতে পারবেন। আর্থিক লাভের একাধিক সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। শারীরিক কষ্ট হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের আজকের দিনটি শান্তিতে কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন। দুপুর নাগাদ কারও কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে লাভজনক চুক্তি চূড়ান্ত করবেন। তবে প্রত্যাশা অনুযায়ী লাভ অর্জন করতে পারবেন না। তা সত্ত্বেও আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। আপনার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁরা আপনার ব্যবহারে আকৃষ্ট হবেন। কাজ হাসিল করা সহজ হবে। মহিলা ও বয়স্কদের বুকে সংক্রমণ হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার টিপসঃ আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ বস্তু দান করুন।

http://www.anandalokfoundation.com/