বিএনপি আটদিনের কর্মসূচি ঘোষণা প্রেক্ষিতে আজ দেশের সব বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে সরকার। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ দেশের সব বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের কার্যালয়ের সামনে দুপুরে এ সমাবেশ হবে।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ থেকে স্বচ্ছ ও অবাধ নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক রাজনীতি, মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা, অন্যের প্রতি সম্মান মুছে ফেলার জন্যই খালেদা জিয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সরকার।