কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার পাঁচজন কমান্ডারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা কালকিনি উপজেলার সিডিখান, এনায়েতনগর, সমিতিরহাট ছাড়াও পাশের বরিশালের জেলার গৌরনদী ও মুলাদী উপজেলা ও কালকিনির সীমান্তবর্তী ৩টি স্থানে মুখোমুখি যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে ৮ ডিসেম্বর কালকিনি উপজেলা হানাদার মুক্ত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মাসের শেষের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কালকিনি উপজেলার ভূরঘাটায় ক্যাম্প স্থাপন করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেখানে মানুষ ধরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দিত পাকিস্তানি হানাদার বাহিনী। ব্রিজের নিচের পানি মানুষের লাল রক্তে রঞ্জিত হওয়ায় পরে এই ব্রিজের নাম হয় লালপোল বা লালব্রিজ যা এখনও মানুষের মুখে মুখে প্রচলিত।
১৯৭১ সালের এই দিনে মাদারীপুরের কালকিনি উপজেলার মুক্তিযোদ্ধাদের আক্রমণে কালকিনি ত্যাগ করে পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর ৮ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলা হানাদার মুক্ত হয়। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরও আটকে পরা পাকিস্তানি বাহিনীর সদস্যদের সঙ্গে ২২ দিন যুদ্ধ হয় বরিশাল জেলার গৌরনদী (উপজেলায়) এলাকায় । সেখানেও অংশ গ্রহণ করে মাদারীপুরের কালকিনি উপজেলার মুক্তিযোদ্ধারা।
কালকিনি উপজেলার বালীগ্রাম ইউনিয়নের সাবেক ইউনিয়ন কমান্ডার বলেন সামচুল ইসলাম হাওলাদার বলেন, বর্তমান প্রজম্ম মুক্তিযোদ্ধা সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের জন্য কালকিনিতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি জাদুঘর করলে ভালো হয়। তা ছাড়া আমরা যারা মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্থানে গেলে মুক্তিযোদ্ধা পরিচয় দিলে সনদ নিয়ে যেতে হয়।
আমি সরকারের কাছে একটা দাবি জানাই, আমাদের ভোটার আইডি কার্ডে (ন্যাশনাল আইডি কার্ড) মুক্তিযোদ্ধা কথাটা উল্লেখ করলে ভালো হয়। কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আব্দুল জলিল আকন বলেন, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক হাওলাদার, আমাদের মুক্তিযোদ্ধারা যে ভাতা পাই তা বর্তমান যুগে অতি সামান্য, আমাদের কমপক্ষে ২০ হাজার টাকা মাসিক ভাতা হওয়া উচিত। তা ছাড়া সরকার আমাদের বিশেষ বিশেষ (১৬ ডিসেম্বর, দুই ঈদ, বৈশাখী, ২১ ফেব্রয়ারি, ২৬ মার্চ) যে ভাতা দেওয়ার কথা বলেছে সেগুলো শিগগিরই চালু করা উচিত।