ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজকের রাশিফল ও  ভাগ্য বদলে পরামর্শ

ডেস্ক
May 28, 2023 8:39 am
Link Copied!

আজকের রাশিফল ও  ভাগ্য বদলে পরামর্শ : চন্দ্র দিন-রাত সিংহ রাশিতে গোচর করবে। এ ছাড়াও আজ পূর্বা ফাল্গুনী ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে আজ মেষ, কর্কট ও তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাফল্য নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। এর পাশাপাশি পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। মেষ থেকে মীন পর্যন্ত কোন রাশির জাতকদের রবিবার দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে ভাগ্য বদলে পরামর্শ।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে কাটবে। প্রয়োজনে বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তবে আপনজনদের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা থাকবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে। জীবনসঙ্গীর জন্য সময় বের করতে পারবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে বাবার পরামর্শ নিন। তাতে সাফল্য পেতে পারেন। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে কাটাবেন।

ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। পার্বতীর পুজো করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকদের আজকের দিনটি শুভ থাকবে। কোনও প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন। এর ফলে পরিবারের সকল সদস্য প্রসন্ন থাকবেন। ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। চাকরি সংক্রান্ত সমস্যার সমাধানে আজকের দিন ব্যয় হবে। চাকরিতে পদোন্নতির খবর পাবেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি সমাপ্ত হবে।

ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজ বোধবুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। অন্যের মনোভব বুঝতে এবং সে অনুযায়ী ব্যবহার করতে হবে। তখনই আত্মসন্তুষ্টি লাভ করবেন। কর্মক্ষেত্রে দলবদ্ধ ভাবে কাজ করলে কঠিন সমস্যার সমাধান বের করতে সফল হবেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। চাকরিজীবীরা আধিকারিকদের সঙ্গে কোনও মতভেদে লিপ্ত হবেন না, অন্যথা আপনার লোকসান হবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ব্রাহ্মণদের দান দিন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। নিজের যোগ্যতা প্রমাণের একাধিক সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আলোচনা করবেন। ব্যবসায়ে লাভ প্রকল্পে মনোনিবেশ করবেন। যাচাই না-করে কোনও দলিলে সাক্ষর করবেন না। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় হতে পারে।

ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকরা প্রতিটি কাজে জীবনসঙ্গীর সাহায্য কামনা করবেন। শ্বশুরবাড়ি থেকে উপহার ও সম্মান পেতে পারেন। তর্কে জয়ী হতে পারেন। পরিবারে আপনার দিনটি আনন্দদায়ক। ভাই-বোন আপনার সঙ্গে নিজের সুখ-দুঃখ ভাগ করে নেবে। এর ফলে তাঁদের সমস্যার সমাধান করতে সফল হবেন এই রাশির জাতক। ছাত্রছাত্রীদের সিনিয়রদের পরামর্শের প্রয়োজন হবে। সন্ধ্যার সময়টি মা-বাবার সেবায় কাটান।

ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। চন্দনের তিলক লাগান।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। আপনার ওপর দায়িত্ব পূরণের চাপ থাকবে। আপনার কৌশল প্রশংসিত হবে। জীবনসঙ্গীকে ঘোরাতে নিয়ে যেতে পারেন। তাঁদের জন্য কিছু উপহার কিনতে পারেন এই রাশির জাতক। সন্ধ্যাবেলা পরিবারের বরিষ্ঠ সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা রেশ্মী বস্ত্র দান করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা আজ সাফল্য লাভ করবেন। পুরনো ঋণ শোধ করতে সক্ষম হবেন। প্রয়োজনীয় বস্তুর কেনাকাটায় অর্থ ব্যয় করবেন। তবে বাজেট অনুযায়ী কাজ করুন। তা না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। সংকটে জড়াতে পারেন। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। এতে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে।
ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। অংশীদারীত্বে ব্যবসা করলে পরিপূর্ণ লাভ অর্জন করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়ীরা নতুন চুক্তি চূড়ান্ত করবেন। দীর্ঘদিন ধরে এই চুক্তির অপেক্ষা করছেন আপনি। ভাই-বোনের বিবাহে বাধা এলে পরিবারের বয়স্কদের পরামর্শে তা দূর হবে।

ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকরা আজ সুসংবাদ পাবেন। অফিসে নতুন দায়িত্ব পাবেন এই রাশির জাতকরা। এর জন্য আপনাদের অধিক পরিশ্রম করতে হবে। পারিবারিক জিনিসের কেনাকাটায় কিছু অর্থ ব্যয় করতে হবে। কারও সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করে থাকলে এ বিষয়ে চিন্তাভাবনা করে নিন, এর ফলে ভবিষ্যতের বিরোধিতা থেকে মুক্তি পেতে পারেন। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার চেষ্টা করবেন ও তাতে সফল হবেন। অংশীদারীত্বের ব্যবসায় ভালো মুনাফা হবে এই রাশির জাতকদের।

ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। প্রতি রাতে কালো কুকরকে রুটি খাওয়ান।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধি হবে। এর ফলে কর্মফলে উন্নতি হবে। দাম্পত্য জীবনে কোনও অবসাদ থাকলে তা সমাপ্ত হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ সময়ে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না-হলে সফল কাজও ভেস্তে যাবে। জমি-বাড়ি কেনার আগে ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে ভবিষ্য়তে প্রতারিত হতে পারেন।

ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সরস্বতীর পুজো করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা আজ সাফল্য লাভ করবেন। দুপুরের মধ্যে ব্যবসায় ছোটখাটো লাভ অর্জন করতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। ব্যবসায়ীদের নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তবে ব্যবসায় কিছু লক্ষ্য লাভে সফল হবেন। তবে কোনও যাত্রায় গেলে বিশেষ যত্ন নিন। কারণ কোনও প্রিয় বস্তু চুরি হতে পারে।

ভাগ্য বদলে পরামর্শঃ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণের পুজো করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের আজকের দিনটি আনন্দে কাটবে। আনন্দিত থাকবেন। কারও পরোয়া করবেন না, তাই শত্রুরাও আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারেন, তবে তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় লাভ হবে। পরিবারের কোনও সদস্যের ছোটখাটো অসুস্থতা থাকলে তা উপেক্ষা করবেন না। চিকিৎসা করান। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। প্রেম জীবনে হতাশা থাকবে।

ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/