আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতের বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা বাজারের মর্ডান বেকারীর উৎপাদিত দ্রব্যের মেয়াদ না দেয়ার অপরাধে ভ্র্যাম্যমান আদালতে বিচারক ৭ হাজার টাকা জরিমানা, শ্রী দূর্গা মিষ্টি ভান্ডার অপরিস্কার-অপরিচ্ছন্ন থাকায় তাদের ৭ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন বিভিন্ন প্রকার প্রসাধনী থাকার অপরাধে গৈলা বাজারের নাহার কসমেটিককে ৩ হাজার, সাদিয়া কসমেটিক ৩ হাজার ও রব সরদারের মুদির দোকানকে ১ হাজার পাচশতসহ মোট ২১হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া। এ সময় তার সাথে ছিলেন উপজেলা হাসপাতালের স্যানেটিশন পরিদর্শক শুকলাল শিকদার।