ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় ১২ জন আহত।

admin
November 30, 2016 3:13 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় ১২ জন আহত হয়েছে। আহত ১০জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও হাসপাতালে সূত্রে জানা গেছে, গত ৩দিনে উপজেলার আগৈরঝাড়া-পয়সাহাট-গোপালগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেল ও অটোভ্যান সংর্ঘষে যাত্রী সবুজ বিশ্বাস, সৈদয় মাহিন, মিন্টু মিয়া, রহিম মোল্লা, জামাল সরদার, সজিব মিয়া, কবির মোল্লা, তপু মোল্লা, ফিরোজ সরদার, নাইম হাওলাদার, ও সুভাষ সরকারসহ ১২জন আহত হয়েছে। এদের মধ্যে ১০জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/