আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর আয়োজনে প্রতিবন্ধী নারী ইউনিয়ন ফোরামের ক্ষমতায়নের উন্নয়ন ও যত্ন বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
ত্নজানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদে প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাশক্ত হিতৈশী ক্লাবের ফোরাম সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন কারিতাস এসডিডিবি প্রকল্পের সুপারভাইজার পল রায়, এনিমেটর লিলা বিশ্বাস, ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, মশিউর রহমান প্রমুখ।