আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এক ঠিকাদার পাওনা টাকা চাইতে গেলে মারধর করে ডাকাত বলে পুলিশের কাছে দেয়। গুরুতর অবস্থায় ওই ঠিকাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত ঠিকাদার সূত্রে জানা গেছে, গাছ বিক্রির কথা বলে উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের ঠিকাদার নেয়ামুল বেপারীর কাছ থেকে চাদঁশী হাটের ব্যবসায়ী নীল চাঁন তালুকদার ৫০ হাজার টাকা নেয়। গাছ বা টাকা না দিয়ে দুই বছর ধরে বিভিন্ন টালবাহনা করতে থাকে।
সোমবার সন্ধ্যায় ঠিকাদার নেয়ামুল চাদশী বাজারে ওই পাওনা টাকা নীল চান তালুকদারের কাছে চাইতে যায়। নীল চাঁন তাকে বসিয়ে রেখে চাদঁশী ইউপি সদস্য লিটন সরদারকে সংবাদ দেয়।
ইউপি সদস্য লিটন এসে লোকজন নিয়ে আতৎকিত ভাবে ঠিকাদার নেয়ামুল বেপারীকে ডাকাত বলে মারধর করে গুরুতর আহত করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওই ঠিকাদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ঠিকাদার জানায়।