আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে ৪জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ২জনকে উপজেলা ও ২জনকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন বরিশাল নেয়ার পথে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মিলটন সরকারের স্ত্রী সেবিকা সরকার (২৫), বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের উপেন হালদারের স্ত্রী সুবাসিনি হালদার (৪৫), বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের গোবিন্দ হালদারের স্ত্রী সম্পা বালা (২০), ও বাকাল গ্রামের হালিম মিয়ার ছেলে সাব্বির ইসলাম (১৭) পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
এদের মধ্যে সুবাসিনি হালদার ও সাব্বির ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হলে সুবাসিনি হালদার বরিশাল নেয়ার পথে মৃত্যু হয়। অন্য দুইজন উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।