13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় গার্মেণ্টস কর্মী গণধর্ষিত, থানায় মামলা, গ্রেপ্তার-৩ থানায় মামলা, গ্রেপ্তার-৩

admin
February 16, 2016 4:12 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা :বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে গণধর্ষনের শিকার হয়েছে এক গার্মেণ্টস কর্মি। এ ঘটনায় সোমবার গভীর রাতে ধর্ষিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।

পুলিশ অভিযান চালিয়ে সহযোগী এক মহিলা ও দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।
ধর্ষিতা, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের যুবতী (১৯)র ২ বছর পূর্বে পাশ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার বাসাইল গ্রামের রুহুল আমিন শিকদার (৩০)র সাথে বিয়ে হয়।

কয়েক দিন আগে যুবতীর সঙ্গে ঢাকায় পরিচয় ও ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের জাহিদ হোসেন (২৭)র সঙ্গে। ধর্ষিতা জানান, তাকে জাহিদ হোসেন তার নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গত রবিবার রাতে মাহিলাড়া গ্রামে নিয়ে তার বন্ধু কামরুল হাওলাদার (৩০) ও সাঈদ সেরনিয়াবাত সঙ্গে পরিচয় করে দেন।

ওই দিন রাত সাড়ে ১১ টায় কামররুল হাওলাদার ও সাঈদ সেরনিয়াবাত সহ কয়েক বন্ধু যুবতীকে নিয়ে আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের সরদার হুমায়ুন কবিরের বাড়ী নিয়ে যায় এসময় তার স্ত্রী পুষ্প বেগম বাড়িতে ছিলেন। সেখানে সাঈদ সেরনিয়াবাতসহ তার বন্ধুরা যুক্ত হন স্বপন হাওলাদার (২৭) সুজন মিয়া (২৬), শাহাদাত ভূইয়া (২৫)সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন যুবক।

ধর্ষিতা অভিযোগ করেন, সাঈদ সেরনিয়াবাত তাকে ভয়ভীতি দেখিয়ে সেখানে প্রথমে সাঈদ পরে তার বন্ধুরা পালাক্রমে তাকে ধর্ষন করে দিনভর আটকে রাখে। সোমবার রাতে ধর্ষিতা আগৈলঝাড়া থানায় উপস্থিত হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সাঈদ সেরনিয়াবাত, শাহাদাৎ ভূইয়া ও সহযোগী পুস্প বেগম কোন কথা বলতে রাজি হননি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত প্রধান আসামি উপজেলার সেরাল গ্রামের জালাল সেরনিয়াবাতের ছেলে সাঈদ সেরনিয়াবাত, আজাহারের ছেলে শাহাদাৎ হোসেন ও সহযোগী দত্তেরাবাদ গ্রামের সরদার হুমায়ুন কবিরের স্ত্রী পুস্প বেগম কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#

http://www.anandalokfoundation.com/