বিশেষ প্রতিবেদকঃ কোন একক রাষ্ট্রের ওপর নির্ভরশীল না থেকে পররাষ্ট্র, রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিবেশী সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ। এক্ষেত্রে আগামী সপ্তাহে চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর দু’দেশের সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন আন্তর্জাতিক সর্ম্পক বিশ্লেষকেরা।
দক্ষিণ এশিয়ার জন্য যোগাযোগের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে নিউ সিল্ক-রোড। একে বলা হচ্ছে ওয়ান বেল্ট-ওয়ান রোড। আর হাজার বছরের পুরোনো এই সিল্ক রোড পূনরুদ্ধারে উদ্যোগ নিচ্ছে চীন। এ প্রকল্প বাস্তব রূপ পেলে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত সড়ক ও নৌ পথে সংযোগ স্থাপিত হবে। এ পথে বাংলাদেশ যুক্ত হচ্ছে চার দেশের উদ্যোগ নেয়া বিসিআইএম করিডরের হাত ধরে।
বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিতে এ প্রকল্পে বড় বিনিয়োগে যাচ্ছে চীন। আর এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর যোগ করবে নতুন মাত্রা।
নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের জন্য খুলে যাবে সম্ভাবনার নতুন দিগন্ত। ভারত-চীন সম্পর্কের টানাপড়েনের মধ্যে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে দুই দেশকেই।