নিজস্ব প্রতিবেদকঃ আর কোনো সরকার আওয়ামী লীগ সরকারের মতো এত উন্নয়ন করতে পারেনি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে খুলনার খালিশপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনভেনশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে জাতির পিতা দেশ গড়েছেন; আর আওয়ামী লীগ সরকারই সবচেয়ে বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসময়, আত্মনির্ভরশীল হয়ে প্রকৌশলীদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে আইইবি খুলনা কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ আয়োজিত ৫৮তম কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রকৌশলীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার সবসময়ই প্রকৌশলীদের পাশে রয়েছে। এসময়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রকৌশল খাতে অবদানের জন্য আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেন প্রধানমন্ত্রী।