ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের শফিউদ্দিনের ছেলে লাল্টু (৫০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), আব্দুল মালেকের ছেলে মিলন হোসেন (২৫), টিটো শিকদারের ছেলে আশরাফুল হোসেন (২২), আব্দুল গণির ছেলে টিটো শিকদার (৪৫), কবির শিকদারের ছেলে শিমুল হোসেন (২২) ও রাজু হোসেন (২৩), মুনতাজ মোল্লার ছেলে স্বপন মোল্লা (৪৫), একরামুল মিয়ার ছেলে সুজায়েদ হোসেন (৬০), আব্দুল গণি শিকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৬৫), মনিরুল ইসলাম খানের ছেলে রাজু আহম্মেদ (২০), আব্দুল গণির ছেলে টিপু হোসেন (৩৫) সহ অন্তত ১৫ জন। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফারুক চেয়ারম্যান ও টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলে। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠিসোটা এবং গ্রাম্য অস্ত্র-সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।