14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ফরিদপুরের ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের অটোরিকশার চালক শাজাহান শেখ। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর পেছনে থাকা তার মা গুরুতর আহত হন। এছাড়া আহত রিকশাচালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এসময় ওসি আরও বলেন, ঘটনার সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

মধুখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সরকারি সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা হতে পারে আজ

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা

নিজের ৬০ বছরেরে জন্মদিনে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন আমির খান

সফর শেষে ঢাকা ছেড়েছেন গুতেরেস

আজকের সর্বশেষ সবখবর

সুজিত রায় নন্দীর বড় ভাই শ্রী অশোক রায় নন্দীর মৃত্যু

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই শ্রী অশোক রায় নন্দীর মৃত্যু । মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি আজ ৪ মে শনিবার ভোর ৪.৩০ ঘটিকায় রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ওঁ দিব্যান লোকান্‌ স গচ্ছতু)।

প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ছায়ানট ভবনে মরদেহ রাখা হয়। সাড়ে ১২টায় সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকার বাংলাবাজার ৩ লিয়াকত অ্যাভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকাল সাড়ে ৩ টায় ঢাকার পোস্তগোলা মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

অশোক রায় নন্দীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রী অশোক রায় নন্দী নবযুগ প্রকাশনীর কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সার্বাজনীন কমিটির সভাপতি শ্রী মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক শ্রী রমেন মন্ডল গভীর শোক প্রকাশ ও আত্মার সদগতি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

অশোক রায় নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দ্যা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/