ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে ঢাকা এসছেন। ঢাকা পৌঁছেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করতে পুর্বাচল চলে গেছেন বার্কলে।
আজ ২২ মে রোববার দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান গ্রেগ বার্কলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালীন সময়ে বার্কলে বিসিবি’র নানা কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা যায়। এছাড়াও বার্কলের সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করছে বিসিবি। আজ সন্ধ্যায় রয়েছে ডিনারের আয়োজন। এরপর বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম সেশন মাঠে বসে দেখার কথাও রয়েছে তার।
ঢাকায় দুই দিনের সফর শেষে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারতে যাবেন বার্কলে। আইসিসি প্রধানের সঙ্গে আইপিএলের ফাইয়াল দেখতে যাবার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও।
উল্লেখ্য, ২০২০ সালে আইসিসির সভাপতি পদ ছেড়ে দেন ভারতের শশাঙ্ক মনোহর। এরপর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। তবে শেষ পর্যন্ত আইসিসির সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।