তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আজ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তাঁর অফিস কক্ষে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুর এবং দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লসের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠককালে তাঁরা বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক অগ্রগতি এবং আইসিটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল বাংলাদেশের আইসিটি সেক্টরে ইউএনওপিএস এর পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়নে অংশীদারিত্ব বাড়ানো ও সহযোগিতার আশ্বাস দেন। আইসিটি প্রতিমন্ত্রী আগামী দিনে ইউএনওপিএস এর সহযোগিতা আরো প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধিদলের সদস্যরা আরো জানান বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। ইতোমধ্যে আইসিটিসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নতি করেছে। কোনো দেশের উন্নয়নে সম্পদ গুরুত্বপূর্ণ নয় বরং দক্ষ জনশক্তি, শক্তিশালী প্রতিষ্ঠান, ইনোভেটিভ আইডিয়া ও এক্সিলারেশন অত্যন্ত প্রয়োজন।