ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক আইন সচিবের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

Rai Kishori
August 6, 2020 1:33 pm
Link Copied!

সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর
শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন
এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার
ক্ষেত্রে মরহুম আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের অবদান জাতি চিরদিন
শ্রদ্ধাভরে স্মরণ করবে।

গতকাল রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

প্রসঙ্গত, আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব
পালন করে জনাব জহিরুল হক ২০১৭ সালের ৭ আগস্ট অবসরে গেলে সরকার তাঁকে
একই পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেন। ২০১৯ সালের ৭ আগস্ট তিনি
অবসরে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

http://www.anandalokfoundation.com/