13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আইনমন্ত্রী অসুস্থতায় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হলো না

admin
August 3, 2017 11:04 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আইনমন্ত্রী আনিসুল হক অসুস্থ থাকায় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে নির্ধারিত বৈঠক হচ্ছে না।

বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানিয়েছি যে, আজ প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে পারছি না।’

এর আগে গেলো ৩০ জুলাই নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেটের খসড়া গ্রহণ করেননি প্রধান বিচারপতি। তিনি বিষয়টি সমাধানের জন্য ওই দিন দুপুর ২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত যেকোনো সময় বৈঠকে বসতে বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বৈঠকে আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত থাকবেন। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং এ বিষয়ে কোনো বিশেষজ্ঞকে উপস্থিত রাখা যাবে।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, বৃহস্পতিবার বিকেলে বৈঠক হবে। কিন্তু তিনি অসুস্থ হওয়ার কারণে আজ আর বৈঠক হচ্ছে না।

গেলো বছরের ৭  নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

http://www.anandalokfoundation.com/