নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক কর্মকর্তার গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশে আনা এই পাজেরো জিপটি শুল্ক আইন ভঙ্গ করে হস্তান্তর করায় গতকাল গুলশানের ইংলিশ ইন অ্যাকশনের অফিস থেকে গাড়িটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, আটক করা পাজেরো জিপটি ২০১৪ সাল থেকে ব্যবহার করতেন আইএলওর জুনিয়র প্রফেশনাল নিসকে জ্যানসেন। তখন তিনি তার কাস্টমস পাসবুক সিবি ০০০২/১৫-এ গাড়িটি নথিভুক্ত করান। কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার আগে তিনি গাড়ি ও পাসবুক হস্তান্তর না করেই চলে যান। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মইনুল খান।
এ দিকে শুল্ক গোয়েন্দারা গতকাল বিমানবন্দরে অভিযান চালিয়ে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৩২০০ পিস মেমোরি কার্ডসহ সেই যাত্রীকে আটক করেছেন। আটককৃতের নাম হাবিবুর রহমান। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে।
শুল্ক কর্মকর্তারা জানান, হাবিব শুল্ক না দিয়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। আটক মেমোরি কার্ডের মূল্য প্রায় ৩২ লাখ টাকা। আটক পণ্য শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।