বিশেষ প্রতিনিধিঃ উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হচ্ছে। এলক্ষ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানিয়ে বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য এই আইন। এ আইনের আওতায় একজন চেয়ারম্যান, চারজন পূর্ণকালীন এবং আটজন খণ্ডকালীন সদস্য নিয়ে ১৩ সদস্যের অ্যাক্রেডিটেশন কাউন্সিল হবে। এই কাউন্সিল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর শিক্ষা কার্যক্রম যাচাই করে এ বিষয়ে স্বীকৃতি দেবে।
এর আগে গত ২৮ মার্চ এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
ওই সময় মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছিলেন, কাউন্সিলের দায়িত্ব হবে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সার্টিফিকেট দেওয়ার শর্তাবলী নির্ধারণ করা এবং প্রয়োজনে অ্যাক্রেডিটশন সার্টিফিকেট বাতিল করা। তবে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাতিল হয়ে গেলে রিভিউয়ের সুযোগ থাকবে।
এ কাউন্সিল ইউজিসির সাথে সাংঘর্ষিক হবে কিনা? এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, হবে না। এটি একটি স্মল প্রতিষ্ঠান। আর ইউজিসি বৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশে বর্তমানে ৩৮টি পাবলিক ও ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়কে কাউন্সিলের স্বীকৃতি পেতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আটটি মন্ত্রিসভার বৈঠকে ৫৬টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬টি, বাস্তবায়নের হার ৬৮ দশমিক ২৯ শতাংশ। ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক ৬০ শতাংশ পয়েন্ট বেশি। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভার ৬৪ দশমিক ২৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
গত বছরের একই সময়ে মন্ত্রিসভার ১১টি বৈঠকে ৭৮টি সিদ্ধান্ত হয়েছিল জানিয়ে শফিউল বলেন, যার মধ্যে ৪৫টির বাস্তবায়ন হয়, বাস্তবায়নের হার ছিল ৫৭ দশমিক ৬৯ শতাংশ। গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকে চারটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।
তিনি বলেন, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় তিনটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়। ওই সময়ে সংসদে আটটি আইন পাস হয়।