এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গরীব অসহায় দুঃস্থদের পাশে এসে দাড়ালেন তিন সমাজসেবক।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিন সমাজসেবক মেসার্স হাসান এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মেসার্স জীবন ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোঃ ইব্রাহিম, মেসার্স মেহেদী হাসান এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী শাহজাহান আলী একত্রে মিলিত হয়ে সরকারের পাশাপাশি নিজেরা উদ্যোগনিয়ে এলাকার গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
তেঁতুলিয়া উপজেলার দেবনগড়, নিজবাড়ী, বালাবাড়ী, কলেজ পাড়া, ধানসুকা ও ভজনপুর এলাকার ভুখা দারিদ্র ৪০০ টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করােন। চাল, ডাল, আলু, তেল এবং সাবানের প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলে খোজ খবর নিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো হাতে তুলে দিচ্ছে।
সমাজসেবক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বলেন, ছিন্নমূল মানুষের অবস্থা খুবই সংকটময়। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, বেসরকারি সংগঠন, ব্যাক্তিদের এগিয়ে আসা দরকার।