ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করা আমাদের দায়িত্ব -ভাইরাল টুকরে গ্যাং

Ovi Pandey
January 25, 2020 4:35 pm
Link Copied!

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ অবশেষে অমিত শাহের ভবিষ্যৎ বানীর কাছে ধরা দিল টুকরে টুকরে গ্যাং খ্যাত জঙ্গিবাদের উস্কানীদাতা ও ভারত ভাগের ষড়যন্ত্রকারী JNU এর ছাত্র শরজিল ইমাম।

নাগরিকতা সংশোধন আইন (CAA) নিয়ে ভারত জুড়ে অনেক জায়গাতেই উসকানি মূলক মন্তব্য আর হিংসাত্মক বিরোধ প্রদর্শন দেখা গেছে। এরই মধ্যে একটি আপত্তিজনক ভিডিও সামনে এসেছে, ভিডিওতে যেই ভাষায় কথা বলা হয়েছে, সেটা শুনে অন্তন মনে হয়নি যে এটা কোন ভারতীয়র কথা।

টুকড়ে টুকড়ে গ্যাং নিয়ে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে JNU এর ছাত্র শরজিল ইমাম (Sharjeel Imam) এর একটি ভিডিও নজরে আসে। ভিডিওতে ভারতের পূর্ব উত্তর রাজ্য আর অসমকে (Assam) ভারতের থেকে আলাদা করার ডাক দিতে দেখা গেছে। অসম সরকার এই ভিডিও দেখার পর JNU এর ছাত্র মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।

ভাইরাল ভিডিওতে JNU ছাত্র ইমাম বলছে, ‘আমাদের কাছে সংগঠিত মানুষ আছে, তাহলে আমরা ভারত থেকে অসমকে পাকাপাকি ভাবে আলাদা করতে পারি। স্থায়ী ভাবে না হলেও, এক দুমাসের জন্য আমরা অসমকে ভারতের থেকে আলাদা করতেই পারি। রেল ট্র্যাকে এত ধ্বংসস্তূপ ফেলো, যেটা পরিস্কার করতেই একমাস লেগে যাবে। কেউ যেতে চাইলে বায়ুসেনার সাহায্য নিয়ে যাক। অসমকে ভারতের থেকে বিচ্ছিন্ন করা আমাদের দায়িত্ব বলে উল্লেখ করে ইমাম।

উস্কানিমূলক ভিডিওতে ইমাম বলে, ভারত আর অসম আলাদা হয়ে গেলেই সবাই আমাদের কথা শুনবে। আপনারা জানেন, অসমে মুসলিমদের কি অবস্থা। সেখানে এনআরসি লাগু হয়ে গেছে। মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে। ছয় আট মাসের মধ্যে শোনা যাবে যে, বাঙালীদের মেরে ফেলা হবে। যদি আমরা অসমকে সাহায্য করতে চাই, তাহলে সবার আগে অসমের রাস্তা বন্ধ করতে হবে। অসমের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, দিল্লীর শাহিনবাগের বিরোধ প্রদর্শনের প্রধান আয়োজক এই ইমাম বলছে। অসমকে ভারতের থেকে আলাদা করে দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে অতিদ্রুত রাজ্য সরকার এই দেশদ্রোহী বয়ানের বিরুদ্ধে অ্যাকশন নিবে।

http://www.anandalokfoundation.com/