ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অর্থমন্ত্রীর সাথে কোকাকোলা প্রেসিডেন্টের সাক্ষাৎ

Rai Kishori
August 8, 2019 10:45 pm
Link Copied!

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে কোকাকোলার প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার Brian Smith সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে Brian Smith বাংলাদেশে আগামী পাঁচ বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার প্রস্তাব করেন। পাশাপাশি তিনি বর্তমান কর ব্যবস্থায় বিদ্যমান সম্পূরক কর ও মূল্য সংযোজন কর হ্রাস করা যায় কি না সেই বিষয় বিবেচনা করার বিষয়টি আলোচনা করেন।

মন্ত্রী কোকাকোলাকে আরো অধিক বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পুঁজিবাজারে নিবন্ধনের জন্য পরামর্শ প্রদান করেন। তিনি অধিক বিনিয়োগ সম্পৃক্তকরণের মাধ্যমে কোকাকোলার সম্পূরক কর হ্রাস করার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। কোকাকোলার ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন,  দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ রয়েছে বাংলাদেশে। তাই কোকাকোলার উচিত বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করা এবং এ দেশের তরুণ ও বর্ধমান জনসংখ্যার সুযোগ নেওয়া। বর্তমানে বাংলাদেশে ‘ডেমোগ্রাফিক ডেভিডেন্ট’ সুযোগ বিদ্যমান। আগামী ২০৩০ সাল পর্যন্ত তা অব্যাহত থাকবে।

চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে বাংলাদেশ কৌশলগত ভৌগোলিক অবস্থানে রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশটিকে আঞ্চলিক যোগাযোগ, বিদেশি বিনিয়োগ এবং গ্লোবাল আউটসোর্সিংয়ের একটি কেন্দ্রে পরিণত করেছে। সুতরাং কৌশলগত কারণেই বাংলাদেশকে এড়িয়ে বিশ্বের সার্বিক অগ্রগতি সম্ভব নয়।

http://www.anandalokfoundation.com/