পাইকগাছায় লক্ষীখোলা কলেজিয়েটের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ শারিয়ার হোসেন শাওনের অবৈধ ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজিয়েট শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯ টায় ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে পাইকগছা-কয়রা প্রধান সড়কের লস্কর ইউনিয়ন পরিষদের সামনে।
উল্লেখ্য, কলেজ ছাত্রের পিতা মোঃ সামিরুল ইসলামের সাথে আবু মুছার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কলেজ ছাত্র পিতা সামিরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল আবু মুছার নের্তৃত্বে নুরুজ্জামান মোল্যা(৪০) দলিল মোল্যা(৫২), আব্দুল মজিদ মোল্যা(৫৫), মোঃ নাহিদুল ইসলাম মোল্যা (১৮) সহ ২/৩ জন আমার নার্সিং পয়েন্টে তারা গালিগালাজ শুরু করে।
এ সময় আমি সহ আমার ছেলে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কান সহ মাথা ফাটিয়ে গুরতর রক্তক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই পাইকগাছা থানায় মামলা করি।
মামলায় আবু মুছা মোল্যাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায় এবং নুরজ্জামান পাইকগাছা কোটে জামিন দিতে গেলে জামিন নামুজ্ঞুর করে জেল হাজতে পাঠায়।
এদিকে শাহারীয়ার হোসেন শাওন এর কলেজ বন্ধিু সহ কলেজ শিক্ষার্থীরা তাদের শাস্তি সহ অন্যন্য আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন, কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ, আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান, মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী। এ সময় তারা বলেন, ২ নং আসামী নুরজ্জামন একজন মাদকাক্ত ও মাদক বিক্রেতা। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।