14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ছয় ইটভাটা মালিকদের কাছ থেকে ২৪ লাখ টাকা জরিমানা আদায়

ডেস্ক
December 13, 2024 11:30 am
Link Copied!

পত্রিকায় কয়েকটি সচিত্র সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অবৈধ ছয় ইটভাটা মালিকদের কাছ থেকে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ ছাড়া আদালতের বিচারকের নির্দেশে প্রত্যেক ভাটার একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা এবং পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।ওই ইটভাটাগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর, ফায়ার সার্ভিস, পুলিশ এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সদ্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে তিন ফসলি জমির ওপর উপজেলার বহুরিয়া গ্রামে আরবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, বাটা ব্রিকস, এইচইউবি ব্রিকস, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে সনি ব্রিকস, বাইমাইল গ্রামে বিএন্ডবি ব্রিকস ও পৌর এলাকার বাইমহাটী গ্রামে রান ব্রিকস নামে সাতটি ইটভাটা নির্মাণ করে ইট তৈরি ও পোড়ানো হচ্ছিল। এর একটি ইটভাটায় কমপক্ষে ১৫ থেকে ২০ একর ফসলি জমি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

দৈনিক পত্রিকায় ১৫ নভেম্বর ‘মির্জাপুরে আইন মানছেন না ইটভাটার মালিক উপদেষ্টার নির্দেশনাও অমান্য’, ২৬ নভেম্বর ‘পত্রিকায় সংবাদ এলে কর্মকর্তাদের পকেট ভারী হবে, ভাটা বন্ধ হবে না’, ২৮ নভেম্বর ‘পুরনো ভাটার কাগজ দিয়ে বিদ্যুৎ সংযোগ মির্জাপুরে ৭ নতুন ইটভাটা’ এবং ৮ ডিসেম্বর ‘মির্জাপুরে কৃষিজমিতে ইটভাটা নির্দেশনার পরও বন্ধ করা হয়নি’।

http://www.anandalokfoundation.com/