তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির অধীনে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে ১৫শ’ মিটার মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। দুপুরে এ রাস্তা পরিদর্শনে যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি। রাস্তাটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য (৭নং ওয়ার্ড) মিজানুর রহমান মিলু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথমপর্যায়ের অধীনে পূর্ববাঙ্গাখাঁ গ্রামের কাছিদ বাড়ির দক্ষিণ পার্শ্ব থেকে আমির হোসেন মিয়ার বাড়ি পর্যন্ত ১৫০০ মিটার নতুন মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পে ৯০ জন শ্রমিক দৈনিক দুইশ’ টাকা মজুরিতে ৪০ দিন কাজ করেন। যার মোট মজুরী মূল্য দাঁড়ায় ৭ লাখ ২০ হাজার টাকা।