13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞান পার্টির কবল থেক বানিয়াচং ছেলে নবীগঞ্জে উদ্ধার 

Rai Kishori
July 20, 2019 9:41 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ বানিয়াচং উপজেলার মোজাক্কির মিয়া নামের ওই ছেলে বানিয়াচং থেকে মিরপুর যাওয়ার পথে সিএনজি গাড়ীতে যাত্রী বেশে দু ব্যক্তি নাকে রুমাল লাগালে সে জ্ঞান শুন্য হয়ে পড়ে।
পরে সন্ধ্যার দিকে তাকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের  বাশবাজর নামকক স্থানে  ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। সে বর্তমানে সুস্থ  আছে। তবে কিছু খোয়া যাওয়ার খবর পাওয়া যায়নি। ছেলেটি প্রতিদিন ব্যবসায়ী কাজে বাহুবলের মিরপুর যেত। এদিকে এ ঘটনাটি কেউ কেউ নানা ভাবে গুজব ছড়াচ্ছেন।
কেউ বলছে ছেলে ধরা, কেউ মনে করে মাথা কাটার দল এমন ঘটনা ঘটিয়েছে, যা নিচক গুজব ছাড়া কিছু নয়। ছেলেটির বর্ণনা মতে এমন গুজবের কোন ঘটনার সত্যতা পাওয়া যায়নি। গুজব বলে ধারনা করছেন অনেকেই।
http://www.anandalokfoundation.com/