নিউজিল্যান্ডের পশ্চিম অকল্যান্ডে হামলার আশঙ্কায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার ওই অঞ্চলে একটি গুলির শব্দ পাওয়া গেছে—এমন তথ্যের পর ওই অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পুলিশ তদন্ত করছে…. . সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ওই এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এলাকার প্রধান সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ১৫ মার্চ বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়।