13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অংশীজনদের সাথে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিআইডি
November 12, 2024 8:37 pm
Link Copied!

সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যবৃন্দ ।

আজকের মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, খুশি কবির, সুব্রত চৌধুরী, মুসা আল হাফিজ, শাহিন আনাম, ড. শহিদুল আলম এবং মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

মতবিনিময় সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন।

আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখবে।

সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

http://www.anandalokfoundation.com/