13yercelebration
ঢাকা
দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বৃটিশ আমল থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভোট গ্রহণকেন্দ্র স্থাপিত হয়। ফলে আইনশৃঙ্খলা রাক্ষার স্বার্থে ভোটকেন্দ্র সমূহে লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া ভোটকেন্দ্র সমূহে না না ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার বহু নজির আছে। কাজেই যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপিত হবে, সেখানে আয়োজিত সরস্বতী পূজায় সাধারণ ভক্তবৃন্দের গমনাগমনে যেরকম সমস্যা হবে ; পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে, তাদের জীবন বিপন্ন হয়ে পড়বে। যে কারণে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন, পূজার দিনে ভোট পেছানোর দাবি জানিয়ে যাচ্ছে ; তারা উচ্চ আদালতের সরনাপন্ন হয়ে প্রথম ধাপে প্রত‍্যাক্ষাত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচন কমিশনে প্রতিবাদলিপি পেশ করতে গিয়ে, পুলিশ কর্তৃক বাধাগ্রস্ত হয়ে, শাহবাগে যখন শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করছিল, তখন ব‍্যবসায়ী পরিচয়দানকারী জনৈক ব‍্যক্তি, আগ্নেয়াস্ত্র তাক করে সমাবেশ উঠিয়ে নেওয়ার জন্য হুমকি ধামকি দিলে, স্থানীয় বিবেকবান জনতা ঐ অস্ত্রধারী ব‍্যক্তিকে নিবৃত্ত করতে শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়। পুলিশ এসে ঐ অস্ত্রধারী ব‍্যক্তিকে গ্রেফতার করে পরিস্থিতি শান্ত করে। সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণকারী পদপ্রার্থী ; আওয়ামী লীগ - বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, ডাকসু সহ বিভিন্ন সংগঠন, পূজার দিনে ভোট পেছানোর অনুরোধ জানিয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল পূজার দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে, নির্বাচন প্রতিহত করার ঘটনা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন অনড়। বাধ্য হয়ে পূজার দিনে নির্বাচন পিছানোর দাবি নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন‍্যান‍্য হলের শিক্ষার্থীরা, গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে রাজু ভাষ্কর্যের পাদদেশে আমরন অনশনে বসেছেন। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে খোলা আকাশের নিচে আমরন অনশন কর্মসূচি পালন করতে গিয়ে, ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ঐ প্রতিষ্ঠান ক্ষমতাসীন সরকার বা অন্য কারো আদেশ-অনুরোধ মানতে বাধ্য নয়। নির্বাচন কমিশন কেবল আইন অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করে। বাংলাদেশ সংবিধানে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। তাহলে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি নির্বাচন কমিশনের এহেন বৈষম্যমূলক আচরণ কেন?

সংবিধানে ধর্ম পালনের অধিকার থাকলেও নির্বাচন কমিশনের বৈষম্যমূলক আচরণ কেন?

January 18, 2020 2:21 pm

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বৃটিশ আমল থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ৩০ জানুয়ারি সরস্বতী…

ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি

অধিকার আমাদের আদায় করে নিতে হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী

December 23, 2017 10:06 am

বেনাপোল প্রতিনিধিঃ  আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। আমরা তা না করে কোন চিন্তা না করে চলে যাই ভারত। কেন ভারত যাব এটা আমাদের দেশ আমাদের মাতৃভুমি। বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের…