13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
May 14, 2018 5:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে সোমবার (১৪ মে) দিনভর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে। তবে এপথে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক  বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য বেনাপোল বন্দরে ঢুকছে না। বেনাপোল বন্দর থেকেও কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি। মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন ওপারের ব্যবসায়ী নেতারা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। তবে পেট্রাপোল বন্দর বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে বাণিজ্যিক কার্যক্রম সচল রয়েছে। মঙ্গলবার দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতে নির্বাচনের কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এপথে দু -দেশের মধ্যে পাসপোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

http://www.anandalokfoundation.com/