13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নকশী কাঁথা হস্তশিল্পের প্রশিক্ষণ কর্মশালা ও উপকরন বিতরন

admin
May 13, 2018 7:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জের দুলাল মুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশী কাঁথা হস্তশিল্পের প্রশিক্ষণ কর্মশালা ও উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় ৪০ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে ৪টি গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ ও নকশী কাঁথার উপকরন দেয়া হয়। জিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলী হোসেন অপু, রাখালগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর বেলাল হুসাইন বিজয় ও প্রশিক্ষক সালেহা বেগম। আরও বক্তব্য রাখেন উপকারভোগী নারী ময়না ও লাভলী। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন সলিমুননেচ্ছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রতিভা পাল বৃষ্টি।

 

http://www.anandalokfoundation.com/