13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত-১৫

admin
May 11, 2018 10:22 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি॥  ভোলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর বিধ্বস্ত এবং ২টি মসজিদ ও অর্ধশতাধিক ঘর আশিংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। নষ্ট হয়েছে জমি ফসল।

আজ শুক্রবার (১১ মে) সন্ধ্যায় ভোলা সদরের রামদাসপুর এবং দৌলতখানের মদনপুর চরে বয়ে যাওয়া ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে হঠাৎ করেই মদনপুরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে চর পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদসহ সহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

অপরদিকে ভোলা সদরের দুর্গম জনপদ রামদাসপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ৫টি ঘর এবং একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। রামদাসপুরের একাধিক ব্যবসায়ী এতথ্য নিশ্চিত করেন।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/