13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দরে ১০০ টি মহিষ আমদানি

admin
May 9, 2018 11:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম বৈধ পথে ১০০টি মহিষের একটি চালান আমদানিকে করা হয়েছে।

বুধবার(০৯মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে  এ মহিশ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। এসময় আমদানি হওয়া মহিষ  দেখতে বেনাপোল বন্দরে প্রচুর উৎসুক মানুষের সমাগম ঘটে।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) জানান, ১০০টি মহিষের আমদানি মুল্য  ৮২হাজার ২২৫ ইউএস ডলার। জেন্টাক ইন্টারন্যাশনাল  নামে একটি প্রতিষ্ঠান এই মহিষের আমদানি কারক। আমদানিকৃত মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেওয়ার জন্য হট লাইন কাগোএন্টার ন্যাশনাল নামে সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছেন।

 এদিকে স্থানীয়রা জানান, বৈধ পথে মহিষ আমদানিতে দেশে অনেকটা মাংশের চাহিদা পূরণ হবে। এছাড়া বৈধ পথে আমদানি হওয়ায়াতে সীমান্ত পথে যে উত্তজনা ও জীবন হানী ঘটনা তা অনেকটা বন্ধ হবে।

http://www.anandalokfoundation.com/