13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

admin
May 8, 2018 3:22 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সেভ দি চিলড্রেনের প্রতিনিধি ডা: তামিমা আক্তার, নার্সিং ইন্সট্রাক্টর আলেয়া খাতুন, ইপিআই সুপার আশরাফুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা: ফাহমিদা হক। এসময় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি, সচেতনতার অভাব, অপ্রতুল চিকিৎসাব্যবস্থা এবং বাস্তবমুখী কার্যক্রমের অভাবে থ্যালাসেমিয়া দেশের স্বাস্থ্যসেবার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এতে আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা ও চিকিৎসা খরচ মেটাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই বাংলাদেশ থেকে থ্যালাসেমিয়া রোগ দুর করতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা বাধ্যতামুলক করা প্রয়োজন।

বিয়ের আগে স্বামী ও স্ত্রীর রক্ত পরীক্ষা করে বিয়ে দিতে হবে। তবেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

 

http://www.anandalokfoundation.com/