13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্টে নিরাপত্তা জোরদার

admin
May 8, 2018 11:55 am
Link Copied!

বিহসেষ প্রতিবেদকঃ আজ মঙ্গলবার সকাল থেকেই হাইকোর্টের প্রতিটি ফটকে পাহারা বাড়ানো হয়েছে। প্রত্যেককেই নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জামিন শুনানিতে অংশ নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খানসহ অন্য নেতারা উপস্থিত হয়েছেন।

তবে প্রতিটি ফটকে তল্লাশি ও পরিচয়পত্র দেখতে চাওয়ার কারণে শত শত নেতাকর্মীকে হাইকোর্টের তিনটি ফটকের বাইরে অবস্থান করতে হচ্ছে। তবে আদালতের ভেতরে উভয় পক্ষের কমপক্ষে তিন শতাধিক আইনজীবী উপস্থিত রয়েছেন।

সকাল ৯টা ৩৫ মিনিটে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আপিল বিভাগে বহাল থাকবে কি না তার শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি চলছে। উচ্চ আদালতের এ আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ আলাদা আপিল করে।

http://www.anandalokfoundation.com/