13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির মাধ্যমিকের ফলাফল বিপর্যয়

admin
May 6, 2018 9:15 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির দুই সরকারি স্কুলে মাধ্যমিকের ফলাফল বিপর্যয় ঘটেছে। পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই স্কুলেই পাশের হার কমে গেছে। এরমধ্যে হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে পাশের হার একটু বেশিই কমে গেছে।

স্কুল সূত্রে জানাগেছে, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষায় অংশ নেয় ২১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পায় ৪৭ জন। ৬ জন অকৃতকার্য্য (ফেল) হওয়ায় তাদের পাশের হার হয় ৯৭ দশমিক ৬৫। এরচে খারাপ সংবাদ হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের জন্য। তাদের মোট ২৬২ জন পরীক্ষায় অংশ নেয়। অকৃতকার্য (ফেল) হয় ২৫ জন ছাত্রী। ৩১ জন জিপিএ-৫ পায়। আর তাদের পাশের হার দাড়ায় ৮৯ দশমিক ৯৫।

এদিকে শহরের বেসরকারি স্কুলগুলোতেও পরীক্ষায় চরম ফলাফল বিপর্যয় দেখা গেছে। শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৯৫ শিক্ষার্থীর মধ্যে ফেল করে ৮৯ জন। তাদের একটিও জিপিএ-৫ নেই।

অপরদিকে পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৫৪ দশমিক ৩৬। তাদেরও একটিও জিপিএ-৫ নেই। ফেল করেছে পরীক্ষায় অংশ নেয়া অর্ধেকেও বেশি শিক্ষার্থী। অন্যদিকে মাধ্যমিকের এ ফলাফল বিপর্যয়ে শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও প্রায় একই অবস্থা দেখা গেছে।

http://www.anandalokfoundation.com/