13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন

admin
May 6, 2018 11:41 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা।

এবার ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার এ হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

গেলো বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।  ফলে গতবারের চেয়ে এ সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন ।

এর আগে আজ রোববার সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার ফলাফলের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এবারের এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট  www.educationboardresults.gov.bd এ ভিজিট করুন। এসএসসির ফলাফল দেখার জন্য ক্লিক করুন এখানে।

http://www.anandalokfoundation.com/