13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকারের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই : রিজভী

admin
April 30, 2018 4:34 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল বির রিজভী বলেছেন, সরকার খালেদা জিয়া বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়। আর সে জন্য আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্ট জামিন দিলেও উচ্চ আদালত সরকারের নির্দেশে জামিন স্থগিত করেছেন

বিএনপির এই নেতা আরো বলেন, ‘খালেদা জিয়ার ক্রমাবনতিশীল শারীরিক অসুস্থতা নিয়ে আওয়ামী নেতারা উপহাস, তাচ্ছিল্য মশকরা শুরু করেছেন। যারা গণতন্ত্রবিনাশী, মানবাধিকার পরিপন্থী, নাগরিক স্বাধীনতা হরণকারী, অগণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের কাছে নিজেদের রাজনৈতিক মতের বিরোধী মানুষের মর্যাদা জীবনের কোনো দাম নেই।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ ম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এসব কথা লেন

গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ টেনে বলেন, ‘আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে আছেন। এখানে সরকারের কিছু করার নেই।

আজকের সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন। তিনি এর জবাবে বলেন, ‘খালেদা জিয়া আদালত নয়, সরকারের বদৌলতে কারাগারে আছেন।তিনি ওবায়দুল কাদেরকেঅপপ্রচার আর কুৎসা রটনার কোরাস দলের কাণ্ডারিবলেও উল্লেখ করেন।

রিজভী আরোলেন, ‘যথার্থ চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষের টালবাহানায় খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে বিপন্ন জীবন কাটাতে হচ্ছে। দেশনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে বিষয়ে সরকার নিশ্চুপনির্বাক থেকে দলের সাধারণ সম্পাদককে দিয়ে ঠাট্টাতামাশা করাচ্ছে।

এটা নিষ্ঠুর উপহাস। সহজাত বিচারবুদ্ধি হারিয়ে আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় মোহগ্রস্ত। দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় বন্দি রেখে এক দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে প্রশ্নে দেশবাসী উত্তাল।
বিএনপির এই নেতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান

সংবাদ ম্মেলনে রিজভী লেন, আগামী ১৫ মে গাজীপুর খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রাতের বেলায় সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় হানা দিয়ে গ্রেপ্তার, ক্রসফায়ারের হুমকি এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এখনই সতর্ক না হলে একদিন জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে

বিএনপির এই নেতা লেন, ক্ষমতার অহংকারে গাজীপুরের এসপি হারুন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট, বাজার ভেঙে ফেলা, পুড়িয়ে দেওয়া, তাদের ঘরছাড়া করা এবং নির্বিচারে গ্রেপ্তার করে গাজীপুরে দুঃশাসনের এক প্রতীক হয়ে উঠেছে। তাঁকে অবিলম্বে প্রত্যাহারের দাবি করছি

সংবাদ ম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল বীর খোকন প্রমুখ

http://www.anandalokfoundation.com/