13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বাণিজ্যিক ভাবে হচ্ছে সূর্যমুখীর চাষ

admin
April 26, 2018 5:43 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাণিজ্যিক ভাবে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। সাধারণ কৃষকদের পাশাপাশি বিভিন্ন কোম্পানি সূর্যমুখী চাষে এগিয়ে এসেছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের পুটি মারি মিশন সংলগ্ন এলাকায়  স্কয়ার কোম্পানি প্রায় তিন একর জমির উপরে বানিজ্যিক ভাবে সূর্যমূখী চাষ শুরু করেছে।
স্কয়ার কোম্পানির কর্মকর্তাগন জানিয়েছেন আবহাওয়া ভালো থাকলে খুব ভাল ফল পাওয়া যাবে।

এদিকে পঞ্চগড় সদর উপজেলাসহ পাঁচ উপজেলাতেই সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে বলে জানিয়েছে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলায় প্রায় দশ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের
চাষ হচ্ছে। পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল হক বলেন, পঞ্চগড়ের মাটি সূর্যমুখী ফুল চাষের উপযোগি। সূর্যমুখীর ব্যাপক চাহিদা থাকায় কৃষকদের পাশাপাশি অনেক কম্পানি পঞ্চগড়ে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছে।

http://www.anandalokfoundation.com/