13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মৃত ঘোষিত নবজাতক, দাফনের আগে জীবিত

admin
April 23, 2018 1:42 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ঢাকার আজিমপুর গোরস্থানে দাফনের আগে নড়েচড়ে উঠেছে মৃত ঘোষিত এক নবজাতক। মুহূর্তে শুরু হলো বাচ্চাটিকে বাচাতে হইচই। এ যেন ছন্নছাড়া নৌকার তীর খুঁজে পাওয়ার মতো অবস্থা।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে। শরিফুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সেসময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন। আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু বলেন, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে।

তিনি আরও বলেন, নবজাতককে আবার ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।ঢাকার আজিমপুর গোরস্থানে দাফনের আগে নড়েচড়ে উঠেছে মৃত ঘোষিত এক নবজাতক। মুহূর্তে শুরু হলো বাচ্চাটিকে বাচাতে হইচই। এ যেন ছন্নছাড়া নৌকার তীর খুঁজে পাওয়ার মতো অবস্থা।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে। শরিফুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সেসময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন। আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু বলেন, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে।

তিনি আরও বলেন, নবজাতককে আবার ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/