13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবেঃ আ ক ম মোজাম্মেল হক

admin
April 18, 2018 10:40 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘সাংবিধানিক নিয়মেই এই দেশে নির্বাচন হবে। কারো কোনো মামাবাড়ির আবদারে কোনো কিছু হবে না।’

আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন আ ক ম মোজাম্মেল হক।উদ্বোধন শেষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আজকের সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার স্বপক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে এই সরকারের ধারাবাহিকতা আমরা রক্ষা করব। এবং সাংবিধানিক নিয়মেই এই দেশে নির্বাচন হবে। কারো কোনো মামাবাড়ির আবদারে কোনো কিছু হবে না। আমাদের সংবিধানে যে কথা লেখা আছে, সেই নিয়মেই সারা দুনিয়াতে গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেইভাবে নির্বাচন হবে।’

আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও পয়ালা বৈশাখে ভাতা দেওয়া হবে বলেও মন্ত্রী জানান।এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশসহ মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে ঘোষণা দিবেন বলেও জানান আ ক ম মোজাম্মেল হক। ‘এই বিষয়ে আগাম কিছু বলতে চাই না।’

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে অনুষ্ঠানে কথা বলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার নুরুল ইসলাম ও আবু হোসেন।

এ সময় মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য শিরীন নইম পুনম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান খানম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, সুবেদার মেজর (অব.) খোন্দকার সাইদুর রহমান বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও আব্দুল মালেক, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক এবং জেলা মহিলা লীগের সভানেত্রী কোহিনুর বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/