13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

admin
April 15, 2018 8:02 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় সফলভাবে পালনের লক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বর্ধিত সভায় প্রধান অতিথি বলেন, মুজিবনগরকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। কারণ এই মুজিবনগরে প্রথম সরকার শপথ নিয়েছিল। মুজিবনগর দিবস সফল করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।তিনি বলেন, বিগত সরকার পাকিস্তানি প্রেতাত্মাতা ভর করে জামায়াত ইসলামকে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। তারা জয়বাংলা স্লোগান তুলে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চালু করেছিল। আমাদের নেত্রী ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে এনেছেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন,

গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ্জামান, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজানুর রহমান নান্নু, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য শামিম আরা হীরা, জেলা যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য ও সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তহমিনা খাতুন, সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন প্রমুখ। বর্ধিত সভায় জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

 

http://www.anandalokfoundation.com/