13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্নতা অভিযানে হাজারো লোকের ঢল গিনেস বুকে রেকর্ড

admin
April 13, 2018 1:38 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় নগরের রাস্তাঘাট পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছে ১৫ হাজারেরও বেশি নাগরিক। ডিএসসিসি বলছে, প্রতীকী এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে গিনেস বুকে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

সকাল ৭টা থেকে এই কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। নিবন্ধন করেন ১৫ হাজার ৩১৩ জন। এর আগে গেলো বছর ভারতে এ রকম একটি প্রতীকী পরিচ্ছন্নতার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৫ হাজার ৫৮ জন।

বেলা ১১টার পরে সব অংশগ্রহণকারীকে নিয়ে গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন মোড় এলাকায় পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি শেষ হয়। রেকর্ডটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়।

এ সময় সাঈদ খোকন বলেন, ‘আজকের এই কর্মসূচিটিতে রেকর্ড গড়া আমাদের মূল উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি নাগরিকদের মাঝে সচেতনতা তৈরি করতে। তাই এই পদক্ষেপ।’

তিনি বলেন, নগর পরিষ্কারের পাশাপাশি আমাদের মন মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারব।

http://www.anandalokfoundation.com/